শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনাতেই বন্ধ পিপিই গ্লাভসের সবচেয়ে বড় কারখানা

আক্রান্ত ২,৫০০ শ্রমিক

লাগামছাড়া করোনা সংক্রমণে এবার বন্ধ হয়ে গেল বিশ্বের বৃহত্তম পিপিই কিট এবং গ্লাভস তৈরির কারখানা। করোনা মহামারীর শুরুর প্রথম পর্যায় থেকেই বিশ্বের প্রথম সারির করোনা যোদ্ধাদের পিপিই কিট এবং গ্লাভস সরবরাহ করে আসছে মালয়েশিয়ার এ কোম্পানি। জানা গেছে, বর্তমানে এ কোম্পানির প্রায় ২,৫০০ জন কর্মচারী করোনা সংক্রমিত। প্রত্যেকেই রয়েছেন কোয়ারেন্টাইনে। একসঙ্গে এতসংখ্যক শ্রমিক করোনা আক্রান্ত হওয়ায় সংক্রমণের বিস্তার রোধে আপাতত কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ তথ্য দিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। জানা গেছে, করোনা আক্রান্ত শ্রমিকদের কারখানার পাশেই একটি হোটেলে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। শারীরিক দূরত্ব বজায় রাখতে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে হোটেলটিকে। এদিকে গত ২৪ ঘণ্টায় মালয়েশিয়ায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২,১৮৮ জন।

 

সর্বশেষ খবর