শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

প্যারিসেও কৃষ্ণাঙ্গকে পুলিশের মার উত্তাল ফ্রান্স

ফ্লয়েডকান্ডের স্মৃতি উসকে ‘কৃষ্ণাঙ্গ নির্যাতনের’ বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। প্যারিসে পুলিশের হাতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মার খাওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। অভিযোগ ওঠেছে, কোনো প্ররোচনা ছাড়াই ওই ব্যক্তিকে নির্যাতন করে পুলিশ। ওই ব্যক্তির ওপর কাঁদানে গ্যাসও ছোড়া হয়। বৃহস্পতিবার একটি ফরাসি নিউজ পোর্টাল একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, প্যারিসের একটি জায়গায় মাস্ক না পরার জন্য মাইকেল নামের এক সংগীত প্রযোজককে তার স্টুডিওতে ঢুকে গ্রেফতার করে। স্টুডিওর ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, মাইকেলকে প্রচ- মারধর করছেন পুলিশকর্মীরা। এছাড়া, ওই স্টুডিওতে থাকা আরও নয় ব্যক্তিকেও মারধর করা হয় বলেও অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো উত্তাল হয়ে উঠেছে দেশটি। পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত তিন পুলিশকর্মীকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

সর্বশেষ খবর