শিরোনাম
রবিবার, ২৯ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

তাইগ্রের নিয়ন্ত্রণ নিচ্ছে ইথিওপিয়ার সেনাবাহিনী

আগামী কয়েক দিনের মধ্যে তাইগ্রের রাজধানী মেকেলে দখল করে নেবে ইথিওপিয়া সেনাবাহিনী। শুক্রবার রাতে দেশটির সেনাবাহিনী এমনটাই দাবি করে। এক দিন পর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবে আহমেদ জানিয়েছেন, তাইগ্রে অঞ্চলে ইথিওপীয় সামরিক বাহিনী এখন ‘চূড়ান্ত পদক্ষেপ’ নিতে শুরু করেছে। রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় তাইগ্রের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার এমনটাই দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। তবে কয়েক সপ্তাহ ধরে ইথিওপিয়ার বিদ্রোহী দল তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) সঙ্গে সেনাবাহিনীর সংঘাত চলছে।

সর্বশেষ খবর