সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৩০

আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় প্রদেশ গজনিতে গাড়িবোমা হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছে। রবিবারের এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের গজনি প্রদেশের সেনাঘাঁটিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় আফগান নিরাপত্তাবাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন। গজনির প্রাদেশিক হাসপাতালের পরিচালক বাজ মোহাম্মদ হেমাত এএফপিকে জানিয়েছেন, হাসপাতালে আমরা এখন পর্যন্ত ৩০টি মৃতদেহ পেয়েছি এবং আহত ২৪ জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল জননিরাপত্তা বাহিনীর একটি কম্পাউন্ড। এ বাহিনীটি আফগান নিরাপত্তাবাহিনীর একটি শাখা। গাড়িবোমায় কম্পাউন্ডটির আশপাশের বেসামরিক আবাসস্থলেরও ক্ষয়ক্ষতি হয়েছে; যে কারণে সেখানেও কিছু হতাহত থাকতে পারে বলেও কর্মকর্তারা আশঙ্কা করছেন। বোমা হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি।

সর্বশেষ খবর