সোমবার, ৩০ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

উলফা জঙ্গিরা ট্রেনিং নিয়েছিল পাকিস্তানের পেশোয়ারে

প্রতিদিন ডেস্ক

আসামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)-এর সদস্যরা পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল। ভারত থেকে আলাদা করে আসামকে স্বাধীন করার ব্রত নিয়ে উলফা সক্রিয় হয়েছিল। জাস্ট আর্থ নিউজ জানায়, উলফার ডেপুটি কমান্ডার ইন চিফ দৃষ্টি রাজখোয়ার নেতৃত্বে ৭ সদস্যের এক গ্রুপও পাকিস্তানে প্রশিক্ষণ নেয়। এই গ্রুপটি সম্প্রতি গুয়াহাটি শহরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ‘নর্থইস্ট নাউ’ পত্রিকার খবরে বলা হয়, দৃষ্টি ও তার সঙ্গীরা ২০০৫ সালে আফগান সীমান্তের কাছে পেশোয়ারের একটি জায়গায় প্রশিক্ষণ নেন। সেখানে কমপক্ষে ৪টি গ্রুপের প্রশিক্ষণ চলেছিল। আসাম ট্রিবিউন জানায়, দৃষ্টি নিরাপত্তা কর্মকর্তাদের প্রশ্নের জবাবে যেসব তথ্য দেন তাতে বোঝা যায়, প্রতিটি উলফা গ্রুপকে দুই মাস ধরে বিভিন্ন অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দৃষ্টির নেতৃত্বাধীন ৭ সদস্য ভুয়া পাসপোর্ট ব্যবহার করতেন। শিলং শহরের বাসিন্দা খাসি সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তি নাম ব্যবহার করে দৃষ্টির জন্য পাসপোর্ট তৈরি করা হয়।  উলফা এখন অতীতকালের শক্তি মাত্র। কিন্তু ১৯৮০ এবং ১৯৯০ দশকে এই সংগঠনটি ছিল ভয়ংকর। চলতি শতকের শুরুর দিকের কয়েকমাস পর্যন্ত সক্রিয় ছিল উলফা। ‘উলফার বিরুদ্ধে অভিযান বন্ধ থাকবে’ মর্মে ২০১১ সালের ৩ সেপ্টেম্বর ভারত সরকার আসাম রাজ্য সরকার ও উলফার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।

সর্বশেষ খবর