মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নাইজেরিয়ায় কৃষিশ্রমিক হত্যাকাণ্ডে নিন্দা জাতিসংঘের

 নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারামের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১১০-এ পৌঁছেছে, জাতিসংঘ খবরের সত্যতা নিশ্চিত করেছে। নাইজেরিয়ায় কৃষিশ্রমিকদের উপর হামলা চালিয়ে শতাধিক কৃষিশ্রমিককে হত্যার ঘটনাকে বছরের নৃশংসতম ঘটনা বলে মন্তব্য করছে জাতিসংঘ। আল জাজিজার ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটির বোর্নো রাজ্যের খোশোবে গ্রামে ধান খেতে কর্মরত কৃষিশ্রমিকদের উপর নৃশংস হামলার ঘটনায় নিহতের সংখ্যা ১১০-এ পৌঁছেছে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৪৩ বলা হলেও, রবিবার এক সংবাদ সম্মেলনে ১১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাতিসংঘের মানবিক সমন্বয়কারী অ্যাডওয়ার্ড ক্যালন। হত্যাকান্ডের এই ঘটনাকে বেসামরিক লোকদের উপর সবচেয়ে নৃশংসতম আক্রমণ বলে মন্তব্য করেছেন অ্যাডওয়ার্ড ক্যালন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, আমি এই জঘন্য ও নির্বোধ কাজের জন্য অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই।

ধারণা করা হচ্ছে, বোকো হারামের এই সন্ত্রাসী হামলায় অসংখ্য নারীদের অপহরণ করা হয়েছে। জাতিসংঘের এই কর্মকর্তা নাইজেরিয়ার সরকারকে এই ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। নাইজেরিয়ার ওই অঞ্চলটিতে বোকো হারাম এবং ইসলামিক স্টেট বেশ সক্রিয়। সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে সহিংসতায় এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে অন্তত ২০ লাখ অধিবাসী। এর আগে, অক্টোবরে মাইদুগুরি এলাকার কাছে পৃথক দুটি ঘটনায় কমপক্ষে ২২ জন কৃষিশ্রমিককে হত্যা করেছিল বোকো হারাম।

সর্বশেষ খবর