বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
অ ন্য খ ব র

সাপ ও ছোট প্রাণী পারাপারে সেতু

সাপ ও ছোট প্রাণী পারাপারে সেতু

ভারতের পর্বতবেষ্টিত উত্তরাখ- রাজ্যে সরীসৃপ ও অন্যান্য ছোট প্রাণীর বনের ভিতর দিয়ে যাওয়া ব্যস্ত মহাসড়ক পারাপারের জন্য একটি সেতু তৈরি করেছে বন কর্তৃপক্ষ। ৯০ ফুট দৈর্ঘ্যরে এ সেতুটির নাম রাখা হয়েছে ‘ইকো সেতু’। এটি বাঁশ, পাট ও ঘাস দিয়ে তৈরি হয়েছে। এটিই এ ধরনের প্রথম সেতু বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যম। খবর বিবিসির। উত্তরাখন্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র নৈনিতালের পথে এ সড়কটিতে দ্রুতগামী গাড়ির নিচে চাপা পড়ে অনেক প্রাণী মারা যায়। শেখর জোশী নামে এক বন কর্মকর্তা জানিয়েছেন, এ মহাসড়কে পর্যটকদের গাড়ির নিচে পড়ে বহু সরীসৃপ ও অন্যান্য প্রাণী মারা যায়। এ কারণে প্রাণীদের চলাফেরা পর্যবেক্ষণের জন্য কর্মকর্তারা সেতুটির উভয় পাশে ক্যামেরা বসিয়েছেন।

সর্বশেষ খবর