বুধবার, ২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ইসরায়েলের জন্য আকাশপথ খুলে দিয়েছে সৌদি

ইসরায়েলের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করে দিয়েছে সৌদি আরব। মুসলিম বিশ্বের শত্রু দেশ হিসেবে পরিচিত ইসরায়েলের সঙ্গে হঠাৎ করেই সম্পর্ক ভালো করার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করেছে ইসরায়েল। মূলত সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্লাইট চলাচলের সুবিধার্থে ইসরায়েলকে আকাশপথ খুলে দিয়েছে সৌদি আরব। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা সোমবার রয়টার্সকে বলেন, “আমরা বিষয়টি মীমাংসা করতে পেরেছি।” হোয়াইট হাউসের ওই কর্মকর্তা আরও বলেন, “আমিরাত ও বাহরাইনে ইসরায়েলি বিমান যাতায়াত নিয়ে যে কোনো সমস্যার সমাধান হওয়া উচিত।” সেপ্টেম্বরে ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ ও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত, বাহরাইন ও সুদান। এর পেছনে জেরার্ডের কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়ে থাকে। এদিকে সৌদি আরব ও কাতারের মধ্যে বিরোধ মেটাতে তৎপর ট্রাম্প-জামাতা কুশনার।

সর্বশেষ খবর