বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

চাঁদে নামল চীনের মহাকাশযান

চাঁদে নামল চীনের মহাকাশযান

চীনের চন্দ্রাভিযানের প্রথম পর্যায় সফল। চাঁদের মাটিতে নামল চীনের মহাকাশযান। ৪০ বছর পর আবার চাঁদ থেকে মাটি ও পাথর আসছে পৃথিবীতে। চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এ খবর জানিয়েছে। নামার পর ছবিও পাঠিয়েছে ল্যান্ডার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুংইয়াং জানিয়েছেন, এ এক ঐতিহাসিক মুহূর্ত। এর ফলে বিশ্ব উপকৃত হবে। বাড়বে মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা। চীনের মহাকাশযান চাঁদ থেকে দুই কেজির মতো মাটি ও পাথর সংগ্রহ করবে। এখনো যেখানে কোনো মহাকাশযান যায়নি, সেখান থেকে মাটি-পাথর সংগ্রহ করবে ওই মহাকাশযান। আমেরিকা ও রাশিয়ার পর চীনই হবে তৃতীয় দেশ, যারা চাঁদ থেকে মাটি-পাথর পৃথিবীতে আনবে। দুই দিনের মধ্যেই ল্যান্ডার ভেহিকেল রোবোটিক হাতের সাহায্যে মাটি-পাথর সংগ্রহ শুরু করবে। তারপর মাটি-পাথর যাবে কক্ষপথে। সেখান থেকে ফিরতি ক্যাপসুল আবার যাত্রা করবে পৃথিবীর দিকে। চীন প্রথমবার মহাকাশে মানুষ পাঠিয়েছিল ২০০৩ সালে।

সর্বশেষ খবর