বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কভিড টিকা নিয়ে ভুয়া খবর ‘দ্বিতীয় অতিমারী’ বলছে রেডক্রিসেন্ট

ভ্যাকসিনের মাধ্যমে করোনা থেকে মুক্তির জোর চেষ্টা চলছে বিশ্বজুড়ে। তবে ভুয়া খবরের ‘অতিমারী’ সে প্রয়াস ধ্বংস করে দিতে পারে। এমন আশঙ্কাই প্রকাশ করলেন আন্তর্জাতিক সেবা প্রদানকারী সংস্থা রেডক্রসের প্রধান ফ্রানচেসকো রোকা। তাঁর মতে, বিশ্বজুড়ে কভিড টিকা সংক্রান্ত এত ভুয়া খবর ছড়াচ্ছে, যাতে এ নিয়ে জনমনে অবিশ্বাস বাড়ছে। এর জেরে করোনার মতো অতিমারীর হাত থেকে মুক্তি পেতে বড়সড় প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। সোমবার জাতিসংঘের করেসপনডেনটস অ্যাসোসিয়েশনের এক ভার্চুয়াল বৈঠকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট রোকা জানিয়েছেন, টিকার বিরুদ্ধে এই ক্রমবর্ধমান অবিশ্বাস এবং ভুল তথ্য ছড়ানো রুখতে সব প্রতিষ্ঠানকে একজোট হয়ে সক্রিয় হতে হবে। তাঁর কথায়, ‘‘কভিডকে হারাতে আমাদের একটি সমান্তরাল অতিমারীর সঙ্গে লড়াই করতে হবে। টিকা নিয়ে অবিশ্বাসের পরিবেশ এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এর জেরে টিকাকরণের সম্মিলিত প্রয়াসের গুরুত্ব হ্রাস পেতে পারে।’’ রোকার মতে, অতিমারীর গোড়া থেকেই মানুষের মধ্যে টিকাকরণ নিয়ে দ্বিধা ছিল এবং তা ক্রমেই বাড়ছে। ৬৭টি দেশে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষার উল্লেখ করে তিনি জানিয়েছেন, চলতি বছরের জুলাই থেকে অক্টোবরের মধ্যে সাধারণ মানুষের মাঝে টিকাকরণের বিষয়ে গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সংক্রমণ বাড়ার জন্য অন্য অনেক কিছুর সঙ্গে একেও একটি কারণ বলে দাবি করেছেন রোকা।

সর্বশেষ খবর