শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

দ্বন্দ্ব নিরসনের কাছাকাছি সৌদি আরব ও কাতার

দ্বন্দ্ব নিরসনের কাছাকাছি সৌদি আরব ও কাতার

সৌদি বাদশা সালমান ও কাতারের আমির থানি

মধ্যপ্রাচ্যের দুই ধনী দেশ সৌদি আরব ও কাতারের মধ্যে তিন বছর ধরে দ্বন্দ্ব চরমে। এ বিরোধ নিরসনে একটি প্রাথমিক চুক্তির দ্বারপ্রান্তে কাতার ও সৌদি আরব। সৌদি আরবের অভিযোগ ‘সন্ত্রাসে সমর্থন’ দেয় কাতার। তাই সৌদি তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সৌদির সঙ্গে যোগ দেয়, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশরসহ বেশ কিছু দেশ। এর ফলে কার্যত একঘরে হয়ে পড়ে কাতার। কিন্তু কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও জামাই জারেড কুশনার সৌদি আরব ও কাতার সফর করেন। তার এ সফরের উদ্দেশ্যই ছিল উপসাগরীয় অঞ্চলে, বিশেষত কাতারের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা। এরপরই কাতার ও সৌদি আরব একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ পর্যায়ে। তার আগেই এ দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেন ট্রাম্প। এ জন্য তার উপদেষ্টা জামাই জারেড কুশনারকে মধ্যপ্রাচ্যে পাঠান। কুশনার কাতার ও সৌদি আরবের সঙ্গে পৃথক পৃথক আলোচনা করেছেন। এ সপ্তাহের প্রথমদিকে কুশনার সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রিয়াদে এবং বুধবার দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনায় বসেন। কুশনার এরই মধ্যে কাতার ত্যাগ করেছেন বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

সর্বশেষ খবর