শিরোনাম
শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্রহ্মপুত্রে চীনের বাঁধ বাংলাদেশ ভারতের স্বার্থ ক্ষুণ্ন করবে

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপরে বৃহৎ বাঁধ নির্মাণের প্রস্তাবে ভারত সরকার চীন সরকারেরে কাছে উদ্বেগ প্রকাশ করল। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তিব্বতে ভারত-চীন নিয়ন্ত্রণ রেখার কাছে চীন সরকার ইয়ারলাং জাংগবো (ব্রহ্মপুত্রের চীনা নাম) নদীতে বৃহৎ বাঁধ নির্মাণ করছে চীনের জলবিদ্যুৎ উৎপাদন বিভাগ। এই বাঁধ নির্মাণ হলে ভারতের উত্তর- পূর্ব ও নিম্ন অববাহিকায় বাংলাদেশে পানির সংকট দেখা দেবে বলে ভারতের পররাষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। বেজিংয়ে ভারতের রাষ্ট্রদূত বিক্রম বিশ্রির মাধ্যমে চীন সরকারের কাছে এই বিষয়ে তথ্য জানতে চেয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘এই বাঁধ নির্মাণের বিষয়ে প্রকাশিত রিপোর্ট আমাদের নজরে এসেছে। ব্রহ্মপুত্র নদের ওপর যাবতীয় কার্যকলাপ ভারত সরকার নিয়মিত তদারকি করে।’ তিনি বলেন, ‘সীমান্ত পারের অভিন্ন নদীর ওপর নিম্ন অববাহিকার রাষ্ট্রগুলোর পর্যাপ্ত পানি ব্যবহারের আইনি অধিকার রয়েছে। এই বিষয়ে চীনের কাছে স্পষ্টভাবে বলা হয়েছে, এমন কিছু যেন না করা হয় যাতে নিম্ন অববাহিকার রাষ্ট্রগুলোর (ভারত-বাংলাদেশ) কোনো ক্ষতি হয়।’

সর্বশেষ খবর