শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

মাস্ক পরা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নির্দেশনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বাধ্যতামূলক মাস্ক পরা নিয়ে কড়া নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় কভিড-১৯ সংক্রমিত এলাকাগুলোর স্বাস্থ্যসেবা কেন্দ্রের প্রত্যেকেরই বাধ্যতামূলক মাস্ক পরা এবং বাতাস চলাচলের ব্যবস্থা নেই এমন ঘরেও অবশ্যই মাস্ক পরতে বলা হয়েছে। বুধবার ডব্লিউএইচওর নির্দেশনায় বলা হয়েছে, গত জুনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিটি দেশের সরকারের কাছে জনগণকে জনসমাগমপূর্ণ এলাকা, এমনকি ঘরের ভিতরে- সংক্রমণ এড়াতে সব সময় কাপড়ের মাস্ক পরার জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু সে অনুরোধ যে সরকার বা জনগণ আমলে নেয়নি তার প্রমাণ মহামারীর বর্তমান পরিস্থিতি। জুনের পর মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৬ কোটি ৪০ লাখের বেশি মানুষের এ রোগ শনাক্ত হয়েছে। মারা গেছে ১৪ লাখের বেশি মানুষ।

সর্বশেষ খবর