শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কৃষি আইন নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি মমতার

কলকাতা প্রতিনিধি

কৃষি আইন নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি মমতার

ভারতে তিনটি কৃষি আইনের প্রতিবাদে ইতিমধ্যে কৃষক বিক্ষোভে উত্তপ্ত দিল্লি। এসব আইন প্রত্যাহার ও ‘ন্যূনতম সহায়ক মূল্য’ (এমএসপি বা মিনিমাম সাপোর্ট প্রাইস)-কে আইনি স্বীকৃতি দেওয়াসহ একাধিক দাবিতে কয়েকটি কৃষক সংগঠনের ডাকা ‘দিল্লি চল’ কর্মসূচি কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ধরে দিল্লির সঙ্গে থাকা উত্তর প্রদেশ ও হরিয়ানা সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছে কয়েক হাজার কৃষক। এবার কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি গতকাল টুইট করে মমতা লেখেন, কেন্দ্রীয় সরকারের উচিত কৃষকবিরোধী এ বিল প্রত্যাহার করা। তারা যদি অবিলম্বে এটা প্রত্যাহার না করে তবে আমরা (তৃণমূল কংগ্রেস) রাজ্য ও দেশজুড়ে আন্দোলনে নামব।’

সর্বশেষ খবর