শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ঢাকা ও দিল্লির সঙ্গে কথা বলে ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ করবে চীন

নয়াদিল্লি প্রতিনিধি

চীন ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণের সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত সরকারের সঙ্গে আলোচনা করেই নেবে। নয়াদিল্লির চীনা দূতাবাসের কূটনীতিক জি রঙ বৃহস্পতিবার রাতে এক প্রেস বিবৃতিতে একথা জানান। ওইদিন সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব তিব্বতে ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। চীনা কূটনীতিক জি রঙ বলেন, ‘বাঁধ নির্মাণের আগে ভারত ও বাংলাদেশসহ নিম্ন অববাহিকার দেশের স্বার্থ বিবেচনা করা হবে।’ তিনি জানান, ‘প্রস্তাবিত বাঁধ প্রকল্প একেবারে প্রাথমিক পরিকল্পনা স্তরে রয়েছে। যে কোনো বাঁধ নির্মাণের আগে বৈজ্ঞানিক পরিকল্পনা করার সময়ে উপরি অববাহিকা এবং নিম্ন অববাহিকার ওপর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে তা দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়।’ গত সোমবার চীনের সরকার সমর্থিত গণমাধ্যমে প্রকাশিত সংসদে বলা হয় যে, তিব্বতের ব্রহ্মপুত্র নদে লাদাখ সীমান্তের কাছে ৫০ গিগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করার প্রস্তাব রয়েছে। এই নদীটি ভারত ও বাংলাদেশের নিম্ন অববাহিকায় প্রবাহিত হয়।

এদিকে ভারতের প্রসার ভারতীর সংবাদদাতা চীনের মুখপাত্রকে এ বিষয়ে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, প্রকল্পটি একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। প্রকল্প বাস্তবায়নের আগে চীন সরকার কূটনৈতিক চ্যানেলেরে মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সঙ্গে আলোচনা করবে। তবে তিনি বলেন, ইয়ারলাঙ জাঙবো (ব্রহ্মপুত্রের চৈনিক নাম) নদীর নিম্ন অববাহিকায় চীনের বাঁধ নির্মাণের সম্পূর্ণ অধিকার রয়েছে। সীমান্ত অতিক্রম করা নদীগুলোর উন্নয়নের কাজ করার অধিকার রয়েছে। চীনের সঙ্গে বাংলাদেশ ও ভারতের বন্যা সংক্রান্ত তথ্য বিনিময় করার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে।

সর্বশেষ খবর