শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

টাইম ম্যাগাজিনে ভারতীয় বংশোদ্ভূত কিশোরী

টাইম ম্যাগাজিনে ভারতীয় বংশোদ্ভূত কিশোরী

প্রথমবার ‘কিড অব দ্য ইয়ারে’র নাম ঘোষণা করল টাইম ম্যাগাজিন। আর প্রথমবারেই এই সম্মান পেল আমেরিকার কলোরাডোর বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত গীতাঞ্জলি রাও। ১৫ বছরের গীতাঞ্জলি তাঁর অভিনব আবিষ্কারের জন্য এই সম্মান পেয়েছে। টাইমের হয়ে খোদ অ্যাঞ্জেলিনা জোলি তার সাক্ষাৎকার নেন। শিক্ষার্থী হলেও গীতাঞ্জলি একজন বিজ্ঞানী এবং আবিষ্কারকও। তার বেশ কিছু চমৎকার আবিষ্কার আছে। তার তৈরি একটি ডিভাইসের সাহায্যে পানীয় জলে পারদ রয়েছে কি না তা জানা যাবে। এ ছাড়া একটি অ্যাপ এবং ক্রোম এক্সটেনশনও তৈরি করেছে সে। যার সাহায্যে সাইবারবুলিং রোখা সম্ভব। প্রায় ৫ হাজার মনোনীতদের তাকে বেছে নেওয়া হয়েছে তাকে।

সর্বশেষ খবর