শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ইসরায়েল ইরানে সন্ত্রাস চালাচ্ছে : জারিফ

ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ তুললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমেরিকাকেও সতর্ক করলেন। ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে হত্যার পেছনে ইসরায়েল রয়েছে বলে আগেই দাবি করেছিল ইরান। বৃহস্পতিবার রোমে একটি আন্তর্জাতিক কূটনৈতিক সভায় ফের সরাসরি ইসরায়েলকে ওই ঘটনার জন্য দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। আন্তর্জাতিক সম্মেলনে জাভেদ জারিফ বলেছেন, ইরানে সন্ত্রাস চালাচ্ছে ইসরায়েল। পরমাণু বিজ্ঞানীকে হত্যার ঘটনার পেছনেও তারাই রয়েছে। অথচ পৃথিবীর সব দেশ চুপ। ইসরায়েলের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো কখনো কোনো কথা বলে না। ইরানের জমিতে তারা বিনা বাধায় একের পর এক সন্ত্রাসবাদী কাজকর্ম চালিয়ে যেতে পারে। এরপরই মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরুদ্ধে সরব হন জাভেদ। বলেন, এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে স্থির করতে হবে ইসরায়েলের সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তারা ইরানের পাশে থাকবে কিনা। বৈঠকে মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেছেন জাভেদ। তিনি বলেছেন, আমেরিকা তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুললে তারা কোনোভাবেই মাথানত করবে না। ডোনাল্ড ট্রাম্পের পর জো বাইডেন ইরান নীতি বদলাতে পারেন বলে মনে করছেন বহু বিশেষজ্ঞ।

সর্বশেষ খবর