শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ক্ষতিগ্রস্ত বিশ্বের নিরাময়ে ভ্যাকসিন কোনো উপায় নয় : গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, করোনাভাইরাসের টিকার দ্রুত অনুমোদন দেওয়া হলেও বিশ্বকে কয়েক দশক ধরে কভিড-১৯ মহামারীর আফটারশকগুলোর সঙ্গে লড়াই করে যেতে হতে পারে। নিরাপত্তা সতর্কতা হিসেবে ভাইরাস বিষয়ে জাতিসংঘের এক বিশেষ (কোভ্যাক্স) সম্মেলন উদ্বোধন করে তিনি দ্রুত বৈজ্ঞানিক অগ্রগতির প্রশংসা করেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘বিপন্ন, ক্ষতিগ্রস্ত এই গ্রহের জন্য ভ্যাকসিন নিরাময়ের কোনো উপায় নয়।’ গুতেরেস বলেন, ‘আসুন আমরা নিজেদের বোকা বানাব না। একটি ভ্যাকসিন ক্ষয় পূরণ করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারে না। যা আগামী কয়েক বছর এমনকি কয়েক দশক ধরে ছড়িয়ে পড়বে।’ তিনি বলেন, ‘চরম দারিদ্র্য বাড়ছে, দুর্ভিক্ষের আশঙ্কা ছড়িয়ে পড়ছে। আমরা ৮ দশকের মধ্যে সবচেয়ে বড় বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মুখোমুখি। রয়টার্স।

সর্বশেষ খবর