রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শিগগিরই কাটছে কাতার সংকট

শিগগিরই কাটছে কাতার সংকট

প্রিন্স ফয়সাল বিন ফারহান

কাতারের সঙ্গে আরব দেশগুলোর সংকট শেষের দিকে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। প্রায় তিন বছর আগে কাতারের ওপর অবরোধ আরোপ করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তারপর থেকে এই দেশগুলোর সঙ্গে কাতারের কূটনৈতিকসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়।

শুক্রবার ইতালিতে ভূমধ্যসাগরীয় দেশগুলোর মধ্যে এক বৈঠকের আয়োজন করা হয়। বাৎসরিক এ বৈঠকে প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, ‘গত কয়েক দিনে আমরা বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি সম্পন্ন করেছি।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি যে, এসব অগ্রগতির মাধ্যমে অচিরেই আমরা একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারব। আমি এটা বলতে পারি যে, আমি অনেকটাই আশাবাদী। সংকটের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে সমস্যার সমাধানে একটি চূড়ান্ত চুক্তির খুব কাছেই আছি আমরা। আশা করছি, এটা সবার জন্যই সন্তোষজনক হবে।’ তবে সৌদির পক্ষ থেকে সংকট সমাধানের আশা প্রকাশ করা হলেও কাতারের ওপর অবরোধ আরোপকারী বাকি দেশগুলো অর্থাৎ বাহরাইন, মিসর এবং আরব আমিরাতের পক্ষ থেকে তাৎক্ষণিভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এক বছরের বেশি সময় আগেও কাতার সংকট সমাধানের আশা দেখা দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত তা হয়নি। কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। কাতার সংকটে মধ্যস্থতাকারী দেশ কুয়েতের শীর্ষ কূটনীতিকরা চলমান আলোচনাকে গঠনমূলক এবং ফলপ্রসূ বলে আখ্যা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই এ বিষয়ে বক্তব্য দিয়েছেন প্রিন্স ফয়সাল। শুক্রবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ নাসের আল সাবাহ বলেন, এই সংকট সমাধানে বেশ অগ্রগতি হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে এবং সব পক্ষই একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। শেখ নাসের বলেন, ‘এই অগ্রগতির জন্য হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা ও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেয়ার্ড কুশনারকে ধন্যবাদ। তার প্রচেষ্টার জন্যই সব কিছু এত দ্রুত হয়েছে।’ ওই বিবৃতির পর কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুুর রহমান আল থানি কুয়েতকে মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আল জাজিরা।

সর্বশেষ খবর