রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ইরানে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

ইরানে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা করোনাভাইরাসে ইরানে মৃত্যু ৫০ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে এক দিনে আরও ৩২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে গতকাল মৃতের সংখ্যা দুঃখজনক এই মাইলফলকটি পার হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে জানিয়েছেন, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত নতুন করে ১২ হাজার ১৮১ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৮ হাজার ৯৮৬ জন এবং মৃতের সংখ্যা ৫০ হাজার ১৬ জনে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে করোনাভাইরাসে সবচেয়ে পর্যুদস্ত ইরানকে এখন সংক্রমণের তৃতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়তে হচ্ছে। তবে দুই সপ্তাহের আংশিক লকডাউনের পর সংক্রমণের হার কমছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  হাসপাতালে ভর্তি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যার ওপর ভিত্তি করে দেশটির কর্মকর্তারা বিভিন্ন এলাকাকে রঙের ভিত্তিতে আলাদা করেছেন। যেসব শহর ও এলাকা তুলনামূলক নিরাপদ সেগুলোকে চিহ্নিত করা হয়েছে ‘সাদা’ রঙে আর যেসব শহরে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি সেগুলোকে দেওয়া হয়েছে ‘লাল’ রং। ইরানের ৩২টি প্রদেশের রাজধানীর মধ্যে ২৫টিই ‘লাল’ চিহ্নিত এলাকার মধ্যে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছিল আল-জাজিরা। ২১ নভেম্বর থেকে এসব শহরে দুই সপ্তাহের আংশিক লকডাউন জারি করে শুধু অপরিহার্য বিভিন্ন কর্মকান্ডে জড়িত প্রতিষ্ঠানগুলোকে চালু রাখার অনুমতি দেওয়া হয়েছিল। এসব শহরের মধ্যে তেহরান, ইসফাহান, শিরাজ ও মাশহাদ উল্লেখযোগ্য।

সর্বশেষ খবর