বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

সুপ্রিম কোর্টে ফের ট্রাম্পের আবেদন নাকচ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল লাগাতার চ্যালেঞ্জ করে আদালতে বার বার ব্যর্থ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিক রাজ্যের আদালত তাঁর আবেদন নাকচ করে দিয়েছে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টও ট্রাম্পের যুক্তি একাধিকবার খারিজ করে দিয়েছে। এবার পেনসিলভেনিয়া রাজ্যে ভোটের ফলাফল মেনে নিল রাজ্যটির সুপ্রিম কোর্ট। এমনকি ট্রাম্প নিযুক্ত তিনজন রক্ষণশীল বিচারপতিও সেই রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেননি। এদিকে  রিপাবলিকান দলের নেতৃত্বে টেক্সাস রাজ্য প্রশাসনের আবেদনও খারিজ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ৩ নভেম্বরের নির্বাচনের এক মাস পরেও বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকাল দলের শীর্ষ নেতারা প্রকাশ্যে ভোটারদের রায় মেনে নেননি। অথচ একের পর এক রাজ্য চূড়ান্ত ফলাফল ঘোষণা করে জো বাইডেনের ক্ষমতাগ্রহণের পথ আরও সুগম করে দিচ্ছে। একমাত্র উইসকনসিন এখনো সেই সার্টিফিকেট প্রকাশ করেনি। পেনসিলভেনিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল জশ শাপিরো এক টুইট বার্তায় আইনি চ্যালেঞ্জ ‘সার্কাস’ বন্ধ করে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার ডাক দিয়েছেন। মঙ্গলবার নির্বাচন প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে ‘সেফ হারবার’ পর্যায়ের মুখ দেখল। ফলে রাজ্য স্তরের ইলেকটোরাল কলেজের সংখ্যাগরিষ্ঠ ভোট বাইডেনের জন্য নিশ্চিত হয়ে পড়ল। এমনকি মার্কিন কংগ্রেসও এবার আর সেই সব রাজ্যের ভোটের ফলাফল অগ্রাহ্য করতে পারবে না। এদিকে ক্ষমতার ওপর ট্রাম্পের রাশ আলগা হতে শুরু করেছে। কংগ্রেসের নিম্ন কক্ষ বিদায়ী প্রেসিডেন্টকে উপেক্ষা করে মঙ্গলবার প্রতিরক্ষা নীতি সংক্রান্ত বিল পাস করেছে।

সর্বশেষ খবর