বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ফাইজারের ভ্যাকসিন নিয়ে এলার্জি ‘পার্শ্ব প্রতিক্রিয়া’!

বিশেষ সতর্কতা ব্রিটেনে

মঙ্গলবারই আশার আলো জাগিয়ে ব্রিটেনে শুরু হয়েছিল করোনার গণ টিকাকরণ। কিন্তু তাল কাটল ২৪ ঘণ্টার মধ্যেই। জানা গেল, যাঁদের অ্যালার্জির ইতিহাস রয়েছে, তাঁদের ফাইজারের করোনা প্রতিষেধক না নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যকর্তারা। কারণ মঙ্গলবার যে সব মানুষ এই ভ্যাকসিন নেন, তাঁদের মধ্যে দু’জনের আগেই অ্যালার্জি ছিল। টিকা নেওয়ার পর দু’জনের শরীরেই তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তারপরই এই সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে। গত সপ্তাহেই ব্রিটেনে গণ টিকার ছাড়পত্র পায় ফাইজার ও বায়োএনটেকের সম্ভাব্য কভিড প্রতিষেধক। বরিস জনসনের সরকার জানিয়েছিল, “স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি অর্গানাইজেশন এই সম্ভাব্য প্রতিষেধক ব্যবহারের পরামর্শ দিয়েছে। সেই প্রস্তাব মেনে নেয় ব্রিটিশ সরকারও। আগামী সপ্তাহ থেকেই ব্রিটেনের সর্বত্র এই প্রতিষেধক মিলবে।” তবে টিকাকরণ শুরু হলেও পরিবর্তিত পরিস্থিতিতে এই সিদ্ধান্তে সামান্য বদল আনা হয়েছে বলেই জানান, জাতীয় স্বাস্থ্য পরিষেবার মেডিক্যাল ডিরেক্টর স্টিফেন পোইস।

তিনি জানান, অ্যালার্জিপ্রবণ দুই ব্যক্তির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। দ্রুত সুস্থ হয়ে উঠছেন তাঁরা। তাঁদের সুস্থতার হারও স্বস্তিজনক। তবে আপাতত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অ্যালার্জির ইতিহাস আছে, এমন মানুষকে এই প্রতিষেধক দেওয়া যাবে না।

সর্বশেষ খবর