শিরোনাম
শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

চুক্তি ছাড়াই ব্রেক্সিটের ইঙ্গিত জনসনের

চুক্তি ছাড়াই ব্রেক্সিটের ইঙ্গিত জনসনের

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি করতে যুক্তরাজ্যের ব্যর্থ হওয়ার সম্ভাবনা প্রকট বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রাসেলসে উত্তেজনাকর সভার মধ্যে প্রথমবার ব্রেক্সিট চুক্তি নিয়ে কথা বলতে এসে জনসন বলেছেন, যুক্তরাজ্যের নাগরিক ও বিভিন্ন কোম্পানির এখন চুক্তিবিহীন পরিস্থিতিকে বিবেচনায় নেওয়া উচিত। দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকলেও তারা চুক্তির কাছাকাছিও যেতে পারেননি। ৩১ ডিসেম্বরের পর যুক্তরাজ্যের আর ইইউ বাণিজ্যনীতি মানার বাধ্যবাধকতা না থাকায় বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে  দুই সপ্তাহের মতো সময় বাকি আছে বলে জানিয়েছে বিবিসি। বাণিজ্য নিয়ে প্রতিযোগিতার নিয়ম ও মাছ ধরার অধিকারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের কারণে যুক্তরাজ্য ও ইইউর প্রতিনিধিদের রুদ্ধদ্বার বৈঠক সফলতার মুখ দেখছে না।

সর্বশেষ খবর