মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ইমরানবিরোধী বিক্ষোভে উত্তাল লাহোর

রাজধানী অভিমুখে লংমার্চের কর্মসূচি

ইমরানবিরোধী বিক্ষোভে উত্তাল লাহোর

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হচ্ছে। এর অংশ হিসেবে পাকিস্তানের ১১টি বিরোধী দলের জোট রবিবার লাহোরে বিক্ষোভ মিছিল করে। সেখান থেকে তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখে লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে। আর এই লংমার্চ হবে জানুয়ারি মাসেই। বিরোধী দলের এই জোটের নাম হলো পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। জোটে নওয়াজ শরিফ এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দলও আছে। জিনিসপত্রের মাত্রাছাড়া দাম, অর্থনীতি ভেঙে পড়া, মানুষের নাগরিক অধিকারে আঘাত, মিডিয়া সেন্সরশিপের কারণ দেখিয়ে ইমরান খানের বিরুদ্ধে এই আন্দোলনে নেমেছে ঐক্যবদ্ধ বিরোধীরা। বিরোধী দলগুলোর দাবি, লাহোরের ওই বিক্ষোভে যে জনসমাগম হয়েছিল, তার থেকেই বোঝা যাচ্ছে, মানুষ ইমরান খানের বিরুদ্ধে। তার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। ইমরানের দল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, কোনো চাপের কাছে প্রধানমন্ত্রী নতিস্বীকার করবেন না।

কর্মসূচি সম্পর্কে পিডিএমের প্রধান মাওলানা ফজলুর রেহমান বলেন, ‘আমরা ইসলামাবাদ অভিমুখে জানুয়ারির শেষ দিকে লংমার্চ করব।’ কর্মসূচিতে বিরোধী দলের এমপির হাতে পদত্যাগপত্র নিয়ে আসবেন বলে জানান তিনি। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, পিডিএম এখন রাজধানী অভিমুখে যাচ্ছে। বিলাওয়াল ভুট্টো বলেন, আলোচনার সময় শেষ। তারা এবার ইসলামাবাদ যাচ্ছেন।

সর্বশেষ খবর