শিরোনাম
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে গান্ধীর মূর্তি আক্রান্ত, কাছে উড়ছিল ‘খালিস্তানি’ পতাকা

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজধানীতে স্থাপিত মহাত্মা গান্ধীর মূর্তিতে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ভারতীয় এবং ভারতে প্রবর্তিত কৃষি আইনবিরোধী আন্দোলনের সমর্থক। ‘হিন্দুস্তান টাইমস’ জানায়, ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে স্থাপিত, বাপুজি (গান্ধী)’র মূর্তির মুখমন্ডলে রং মেখে চেহারা বিকৃত করে দেয় হামলাকারীরা। তারা ভাঙচুরও করে। শনিবার এই ঘটনাটি যেখানে ঘটে তার কাছে উড়ছিল কয়েকটি ‘খালিস্তানি’ পতাকা।

ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাঞ্জাব রাজ্যকে যারা স্বাধীন করতে চায়, তারা পাঞ্জাবকে ‘খালিস্তান’ বলে অভিহিত করে। তারা এ জন্য পতাকাও  বানিয়েছে। এর আগে, চলতি মাসের গোড়ার দিকে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে কৃষকপন্থি সমাবেশের সময়ও খালিস্তানি পতাকা দেখা গেছে। চলতি বছর ৩ জুন ওয়াশিংটনে গান্ধীমূর্তি আক্রান্ত হয়েছিল।   ভারতীয় দূতাবাস তখন বিষয়টি মার্কিন পুলিশকে জানায়। এক মাস পর মেরামত করলে মূর্তি উদ্বোধন করেন যৌথভাবে ভারতীয় রাষ্ট্রদূত তরনজিৎ সিং সন্ধু ও মার্কিন পররাষ্ট্র উপমন্ত্রী স্টিফেন বিগান।

সর্বশেষ খবর