মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

জ্বালানি বহনকারী ট্যাংকারে বিস্ফোরণ

সৌদি আরবের জেদ্দা উপকূলে ৬০ হাজার টনের একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটিকে হামলা বলে ধারণা করছে বন্দর কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সৌদি আরবের জেদ্দা উপকূলে ৬০ হাজার টন জ্বালানি বহনকারী ট্যাংকারে বিস্ফোরণের পর পরই আগুন ধরে যায়। এতে জাহাজ এবং বন্দরের আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাফনিয়া শিপিং কোম্পানি জানিয়েছে, অন্য একটি জাহাজ থেকে সিঙ্গাপুরের পতাকাবাহী তেল ট্যাংকার ‘বিডব্লিউ রাইন’-এ হামলা হয়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে অবস্থানরত ২২ নাবিক অক্ষত রয়েছেন। তবে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপুল পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছে ওই কোম্পানি। ট্যাংকারটি ৬০ হাজার টন পেট্রোল নিয়ে ইয়ানবু বন্দর থেকে গত ৬ ডিসেম্বর ছেড়ে আসে। সিঙ্গাপুরের এই ট্যাংকারটিতে এখনো ৮৪ শতাংশ পেট্রোল রয়েছে।

সর্বশেষ খবর