মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

চুক্তিবিহীন ব্রেক্সিট এড়াতে আলোচনার সময় বাড়ছে

যুক্তরাজ্য প্রতিনিধি

ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি করতে আলোচনা আরও দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন ও ইইউ। রবিবার উভয় পক্ষের নেতারা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিবিসি।
এদিন যৌথ বিবৃতিতে ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েন ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান না হওয়ায় দায়বদ্ধতার জায়গা থেকে তারা একটি চুক্তিতে পৌঁছাতে আরও কিছু সময় অপেক্ষা করবেন। তবে দুই নেতাই শেষে একমত হয়েছেন যে, এ আলোচনা ও দর কষাকষি আরও সময় নিয়ে শেষ করা উচিত। তবে তারা জানাননি ঠিক কত দিন সময় লাগবে। ডেডলাইন যেহেতু ৩১ ডিসেম্বর সেহেতু এরমধ্যেই এ আলোচনা শেষ করতে হবে বলে জানিয়েছে বিবিসি। অর্থাৎ, এর মধ্যেই ব্রিটেন ও ইইউ পার্লামেন্টে চুক্তি সংক্রান্ত ভোট আয়োজন করতে হবে। রবিবারের আলোচনা গঠনমূলক ছিল বলে জানিয়েছেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট। তবে জনসন বরাবরের মতোই চুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেন।

সর্বশেষ খবর