বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রণব মুখার্জির বই নিয়ে বিতর্ক

প্রণব মুখার্জির বই নিয়ে বিতর্ক

ভারতের সাবেক ও একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রয়াত হয়েছেন মাস চারেক আগে। কিন্তু হঠাৎই তার আত্মজীবনীর একটি খন্ড নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। যে বিতর্কের দুই মেরুতে তার ছেলে ও মেয়ে। বেশ কয়েক খন্ডে আত্মজীবনী লিখেছেন প্রণব মুখার্জি। প্রকাশিত খ-গুলো নিয়ে তেমন কোনো বিতর্ক হয়নি। হচ্ছে শেষ খন্ড নিয়ে। বইয়ের নাম ‘মাই প্রেসিডেনসিয়াল ইয়ারস’। বইটি এখনো প্রকাশিত হয়নি। কিন্তু তার কিছুটা অংশ সামনে এসেছে। সেখানে দেখা গেছে, প্রণব মুখার্জি  লিখেছেন, ‘কংগ্রেসে অনেকের অভিমত ছিল, ২০০৪ সালে আমি যদি প্রধানমন্ত্রী হতাম, তা হলে, ২০১৪ সালে কংগ্রেসের ভড়াডুবি এড়ানো যেত। আমি এই মত মানি না। তবে ২০১২-তে আমি রাষ্ট্রপতি হওয়ার পর কংগ্রেসের রাজনৈতিক দিশা নষ্ট হয়ে যায়। সোনিয়া গান্ধী তখন দলের বিভিন্ন বিষয় ঠিকমতো পরিচালনা করতে পারছিলেন না। সংসদে মনমোহন সিং দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিলেন। তার ফলে সংসদ সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ নষ্ট হয়।’ নরেন্দ্র মোদি প্রসঙ্গে এই রাষ্ট্রপতির মূল্যায়ন, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম পাঁচ বছর তিনি অনেকটা স্বৈরতান্ত্রিক পথে চলেছেন। সেজন্যই লোকসভা ও রাজ্যসভা এবং বিচারবিভাগের সঙ্গে তিক্ততা দেখা দেয়।’

এই মতামত নিয়ে, বিশেষ করে সোনিয়া ও মনমোহন প্রসঙ্গে তাঁর খোলাখুলি মত নিয়ে শুরু হয়েছে সমালোচনা। সামাজিক মাধ্যমে কংগ্রেসের সমর্থকরা প্রণববাবুর সমালোচনা শুরু করেছেন। সেই বিতর্কে জড়িয়ে পড়েছেন তাঁর ছেলে অভিজিৎ মুখার্জি এবং মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি। অভিজিৎ টুইট করে বলেছেন, বাবার আত্মকথার পান্ডুলিপি তিনি আগে খতিয়ে দেখতে চান। তার আগে যেন বই ছাপা না হয়।’ কিন্তু শর্মিষ্ঠার মতে, ‘সস্তা প্রচারের লোভে বাবার আত্মকথা প্রকাশে অযথা বাধা’ দিচ্ছেন অভিজিৎ। প্রণব মুখার্জির ছেলে ও মেয়ে এভাবে জড়িয়ে পড়ায় বিতর্ক নতুন মাত্রা পেয়ে গেছে। প্রণববাবুর ওপর বই লিখেছেন প্রবীণ সাংবাদিক গৌতম লাহিড়ী। তিনি সাবেক রাষ্ট্রপতির খুবই ঘনিষ্ঠ ছিলেন। ডয়চে ভেলেকে তিনি বলেছেন, ‘কোনো বই নিয়ে বিতর্ক হতেই পারে। সোনিয়া, মনমোহন, মোদিকে নিয়ে সহজ সত্য কথা হয়তো অনেকেই মানতে চাইবেন না। অনেক সামাজিক মাধ্যমে প্রণববাবুর সমালোচনা হচ্ছে। সেগুলো অধিকাংশই না জেনেবুঝে করা হচ্ছে।’

সর্বশেষ খবর