বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

রেকর্ডসংখ্যক সাংবাদিক জেলে : সিপিজে

এ বছর দায়িত্ব পালন করতে গিয়ে রেকর্ডসংখ্যক সাংবাদিককে জেলে যেতে হয়েছে। বিশেষ করে মহামারী নিয়ে প্রকৃত তথ্য তুলে আনতে গিয়ে বা সরকারের প্রতি গণঅসন্তোষের খবর প্রকাশ করার কারণে সাংবাদিকদের প্রশাসনের বিরাগভাজন হতে হয়েছে। মঙ্গলবার প্রকাশিত ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’-এর এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে। নিউইয়র্কভিত্তিক এ সংগঠনটি নব্বইয়ের দশক থেকে বিশ্বব্যাপী নিপীড়িত সাংবাদিকদের তথ্য সংগ্রহ করে আসছে। সেসময় থেকে এখন পর্যন্ত এ বছরই সবচেয়ে বেশি সাংবাদিক জেলে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ২৭৪ জন সাংবাদিককে দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে যেতে হয়েছে; গত বছর যা ছিল ২৫০ জন। বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে খবর প্রকাশ করতে গিয়ে অনেক সাংবাদিককে এ বছর গ্রেফতার হয়ে কারাগারে যেতে হয়েছে। চীন, তুরস্ক, মিসর ও সৌদি আরবে সবচেয়ে বেশি সাংবাদিকের জেল হয়েছে।

সর্বশেষ খবর