শিরোনাম
শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নাইজেরিয়ায় ৩৪৪ শিক্ষার্থী উদ্ধার

নাইজেরিয়ায় গত সপ্তাহে অপহরণ হয় প্রায় ৪০০ শিক্ষার্থী। তাদের অবস্থা জানতে গোটা বিশ্বেই উদ্বেগের সৃষ্টি হয়। অবশেষে স্বস্তি। এক সপ্তাহ পর মুক্তি পেল পড়ুয়ারা। ঘটনার দায় স্বীকার করেছে বোকো হারাম জঙ্গি সংগঠন। তবে এখনো পুরোপুরি নিশ্চিত নয়, আরও কোনো ছাত্র আটকে রয়েছে কিনা। গত শুক্রবার ক্যাটসিনা প্রদেশের কাঙ্কারা শহরের এক স্কুল থেকে অপহরণ করা হয় ওই পড়ুয়াদের। মঙ্গলবার বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর তরফে এই অপহরণের দায় স্বীকার করা হয়। প্রসঙ্গত, ২০১৪ সালে ২৭৬ ছাত্রীকে অপহরণ করেছিল বোকো হারাম। গতকাল দুর্বৃত্তরা ৩৪৪ শিক্ষার্থীকে ছেড়ে দেয়। ছাত্রদের মুক্তির খবর জানিয়ে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি টুইট করে জানিয়েছেন, ‘গোটা দেশের মানুষের কাছেই এটা বিরাট স্বস্তির খবর।’

যদিও সংশয় এখনো রয়েই যাচ্ছে। বৃহস্পতিবার বোকো হারাম একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে   এক কিশোরকে বলতে শোনা  যাচ্ছে, ৫২০ ছাত্রকে অপহরণ    করা হয়েছিল।

সর্বশেষ খবর