শিরোনাম
বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

পাকিস্তান- সৌদি সম্পর্কে ফাটল!

সৌদির ৩০০ কোটি ডলার ঋণ নিয়ে অস্বস্তিতে পাকিস্তান । ঋণ পরিশোধে চীনের দ্বারস্থ ইমরানের সরকার

ঋণ সহায়তার টাকা নিয়ে সৌদি আরবে সঙ্গে পাকিস্তানের সম্পর্কে ফাটল ধরেছে। সৌদি আরবের দেওয়া ৩০০ কোটি ডলার ঋণ নিয়ে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে পাকিস্তানের। ওই ঋণ দফায় দফায় শোধ করার কথা থাকলেও পাকিস্তান তাতে অপারগতা প্রকাশ করে। প্রথম দিকে তা রিয়াদ মেনে নিলেও সম্প্রতি সাফ জানিয়ে দেয়- তারা তাদের অর্থ ফেরত চায়। একদিকে দেশটির অর্থনীতির অবস্থা ভালো নয়, তার ওপর করোনাভাইরাস মহামারী। সব মিলে নাজুক এক অবস্থায় পৌঁছে যায় পাকিস্তান। কিন্তু রিয়াদের চাপে পড়ে তারা হাত বাড়ায় চীনের দিকে।  পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ সহায়তা দেয় তারা। সেই অর্থ থেকে এরই মধ্যে ১০০ কোটি ডলার ঋণের পরিশোধ করা হয়েছে সৌদি আরবের। এটা ছিল মোট ৩০০ কোটি ডলারের দ্বিতীয় কিস্তি। এখন ১০০ কোটি ডলার বাকি আছে। আগামী মাসে সেই অর্থ শোধ করার কথা রয়েছে। এই অস্বস্তিকর অবস্থার মধ্যে সোমবার ইসলামাবাদে নিয়োজিত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল মালিকি সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। ইমরান খানের অফিস থেকে বলা হয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতায় এবং কভিড-১৯ পরিস্থিতির প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে। ডনের খবরে বলা হয়েছে, পাকিস্তান তার দ্বিতীয় কিস্তি ১০০ কোটি ডলার পরিশোধ করেছে। এই ঋণ নিয়ে অনেকেই দুই দেশের মধ্যকার সম্পর্ককে অস্বস্তিকর হিসেবে দেখেছেন। ডন।

সর্বশেষ খবর