শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

প্রতিরক্ষা বিলেও ট্রাম্পের ভেটো

প্রতিরক্ষা বিলেও ট্রাম্পের ভেটো

সামরিক বাজেট বিলের পর এবার মার্কিন প্রতিরক্ষা বিলেও ভেটো দিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ মাসেই ৭৪০ বিলিয়ন ডলারের এই বিল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে কংগ্রেসে। ট্রাম্প বুধবার বলেছেন, এই বিলটি আসলে রাশিয়া এবং চীনের জন্য একটি উপহার। এই বিল আইন হলে তা কেবল অন্যায় হবে না, অসাংবিধানিক হবে। যদিও সংবিধানের কোনো ব্যাখ্যা ট্রাম্প দেননি। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়তে হবে ট্রাম্পকে। নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। তার আগে একাধিক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ শিবিরের বক্তব্য, সামরিক বিলে ভেটো না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রেসিডেন্টের পরামর্শদাতারা। কিন্তু তিনি শুনলেন না।

সর্বশেষ খবর