শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
মনোপলি ব্যবসা

চীনে আলিবাবার বিরুদ্ধে তদন্ত

ব্যবসায় একচেটিয়া আধিপত্য নিশ্চিত করতে ই-কমার্স কোম্পানি আলিবাবার কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে চীন। গতকাল দেশটির রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (এসএএমআর) এ কথা জানিয়েছে। বিবিসি জানিয়েছে, একচেটিয়া ব্যবসার মনোবৃত্তি নিয়ে এ তদন্তের কেন্দ্রে থাকবে ‘দুটোর মধ্যে একটা বেছে নাও’ চর্চা। এতে বিক্রেতাকে যে বিশেষ সহযোগিতা চুক্তি করতে হয়, তা তাদেরকে অন্য প্ল্যাটফর্মে পণ্য দেওয়া থেকে বিরত রাখে বলে অভিযোগ রয়েছে। আলিবাবা ও টেনসেন্টের মতো চীনা টেক জায়ান্টগুলো সম্প্রতি দেশটির সরকারের ব্যাপক নজরদারির মুখে পড়েছে।

সর্বশেষ খবর