শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ট্রাম্পের রক্ষাকবচে সৌদি প্রিন্স সালমানও

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আইনি রক্ষাকবচ দিতে চলেছে আমেরিকা। পশ্চিম এশিয়ায় আমেরিকার বন্ধু দেশ হিসেবে সৌদির সঙ্গে সম্পর্ক মজবুত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ইরান ও তুরস্ককে কোণঠাসা করে রাখতে সৌদি যুবরাজের মন জয় করাটাই এখন বিদায়ী ট্রাম্প প্রশাসনের মূল উদ্দেশ্য। সে লক্ষ্যেই একাধিক খুনের মামলা থেকে সালমানকে রেহাই দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কানাডায় পলাতক ও রাজনৈতিক আশ্রয় নেওয়া সৌদি আরবের এক দুঁদে গোয়েন্দা অফিসার সাদ আল জাবরিকে খুনের চেষ্টা করেছিল সালমানের কিলিং এজেন্টরা। সৌদি রাজপরিবারের একাধিক গোপন খবর ছিল তাঁর কাছে। এদিকে, আল জাবরিকে হত্যার চেষ্টার অভিযোগ থেকে রেহাই পেলে সৌদি রাজপরিবারের কড়া সমালোচক সাংবাদিক জামাল খাশোগির হত্যার ঘটনা থেকেও রেহাই পেয়ে যাবেন সালমান।

সর্বশেষ খবর