সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

নেপালের রাজনৈতিক সংকট নিরসনে প্রতিনিধি পাঠাচ্ছে চীন

নেপালের চলমান রাজনৈতিক সংকট নিরসনে দেশটিতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে চীন। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের একজন উপমন্ত্রী। নেপালের গণমাধ্যম কাঠমুন্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের বর্তমান রাজনৈতিক সংকট মূল্যায়ন ও নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) ভাঙন ঠেকাতে দেশটিতে চীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে। চার সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের একজন উপমন্ত্রী গুও ইয়াজহুর। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সুপারিশে গত রবিবার দেশটির পার্লামেন্ট ভেঙে দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি। আর তাতে নেপাল রাজনৈতিক সংকটে পড়ে। দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারি বলেছিলেন, নির্ধারিত সময়ের প্রায় এক বছর আগে দেশটিতে আগামী ৩০ এপ্রিল ও ১০ মে দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতারা নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ খবর