সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

তুষারঝড়ে ইরানের ১০ পর্বতারোহী নিহত

ইরানের রাজধানী তেহরানের কাছে এক পর্বতমালায় তুষারঝড় ও বরফধসে ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী তেহরানের উত্তরে আলবুর্জ পর্বতমালায় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের কাছে এ আলবুর্জ পর্বতমালা পর্বতারোহীদের জন্য বেশ জনপ্রিয়। তবে কয়েক দিন ধরে সেখানে বিপজ্জনক আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ পর্বতমালাটিতে আটকে পড়াদের উদ্ধারে ২০টি দল পাঠিয়েছে। উদ্ধাকারীরা ১৪ জনকে উদ্ধার করতে পেরেছে; তবে ৭ জন পর্বতারোহী এখনো নিখোঁজ রয়েছে। বিপজ্জনক আবহাওয়ার কারণে রাতে উদ্ধার কাজ বন্ধ করে দেন উদ্ধারকারীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত পর্বতারোহীদের মধ্যে রাজনৈতিক কর্মী, গবেষক, চিকিৎসক ও পর্বতারোহণ বিষয়ক এক প্রশিক্ষকও রয়েছেন। শুক্রবার একটি স্কি রিসোর্টের ক্যাবল কার নষ্ট হয়ে পড়লে সেখানে প্রায় ১০০ মানুষ আটকা পড়েন; ওই অঞ্চলে খারাপ আবহাওয়া ও সম্ভাব্য বরফধসের ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছিল।

 

সর্বশেষ খবর