বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

চলতি বছর ৫০ সংবাদকর্মীকে হত্যা : আরএসএফ

চলতি বছর ৫০ সংবাদকর্মীকে হত্যা : আরএসএফ

চলতি বছরই ৫০ সংবাদকর্মীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে রিপোর্টার্স উইথআউট বর্ডারস (আরএসএফ)। গতকাল গণমাধ্যমকর্মীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক এই সংগঠন তাদের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর আইরিস নিউজ। আরএসএফের প্রতিবেদনে জানানো হয়েছে, যেসব দেশে এই হত্যাকান্ড ঘটেছে সেসব দেশে কোনো যুদ্ধ চলছিল না। যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে তাদের মধ্যে বেশি ছিল অনুসন্ধানী সাংবাদিক, দুর্নীতি ও পরিবেশ ক্ষেত্রে কাজ করা। রিপোর্টার্স উইথআউট বর্ডারস বলছে, ২০২০ সালে ৮৪ শতাংশ সাংবাদিককে সরাসরি তাদের কাজের জন্য লক্ষ্যবস্তু করা হয়েছে ও হত্যা করা হয়েছে। আর ২০১৯ সালে সেই লক্ষ্যবস্তু করা হয়েছিল ৬৩ শতাংশ। এর মধ্যে মেক্সিকোতে আটজন, ভারতে চারজন, ফিলিপাইনে তিনজন ও হন্ডুরাসে তিনজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। মেক্সিকোর ‘এল মান্ডো’ পত্রিকার প্রতিবেদক জুলিও ভালদিভিয় রদর গুয়েজের মস্তকবিহীন লাশ পাওয়া গেছে। পশ্চিমের এলাকা আকাপুলকোতে স্থানীয় সংবাদ ওয়েবসাইটের সম্পাদক পুনতো এক্স পুনতো নোতিসিয়াসের মরদেহের টুকরা টুকরা অংশ পাওয়া গেছে। তবে মেক্সিকোতে সাংবাদিক হত্যায় জড়িত কাউকে শাস্তি দেওয়া হয়নি বলে জানিয়েছে আরএসএফ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আফগানিস্তানে পাঁচজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। ভারতে ‘রাষ্ট্রীয় স্বরূপ’ পত্রিকার প্রতিবেদক রাকেশ ‘নির্ভীক’ সিংকে ডিসেম্বর মাসে পুড়িয়ে হত্যা করা হয়। স্থানীয় কর্মকর্তাদের দুর্নীতির খবর প্রকাশের জেরে তাঁকে হত্যা করা হয়।

সর্বশেষ খবর