বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

অ্যাসাঞ্জের মামলা মুক্ত সাংবাদিকতার পরিপন্থী

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নিল মেলজারের বিশ্লেষণ

যুক্তরাজ্যে জুলিয়ান অ্যাসাঞ্জের হস্তান্তরের মামলা চলছে। আগামী ৪ জানুয়ারি রায়। সে বিষয়েই কথা বললেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নিল মেলজার। চার সপ্তাহ শুনানির পর আগামী ৪ জানুয়ারি বিচারক ভ্যানেসা ব্যারিস্টার জুলিয়ান অ্যাসাঞ্জের হস্তান্তর মামলার রায় দেবেন। নিল মেলজার বলেন, ‘আদালতে যে ভাবে মামলা এগিয়েছে তাতে মানবাধিকারের বিষয়গুলো খুব গুরুত্ব পেয়েছে বলে মনে হয়নি। যে ভাবে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে, তা খুব আইনসিদ্ধ বলে মনে হয়নি। গণমাধ্যমের কর্মকর্তাদের বিষয়টির দিকেও নজর দেওয়া হয়নি। জুলিয়ান অ্যাসাঞ্জকে মার্কিন আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে। অথচ তিনি ইনভেস্টিগেটিভ জার্নালিজম অর্থাৎ, মুক্ত সাংবাদিকতা করেছেন। উনি সরকারের গোপন নথি জনসমক্ষে নিয়ে এসেছেন। কিন্তু তিনি সরকারি চাকরি করতেন না। ফলে এ কাজে তাঁর কোনো বাধা ছিল না। তথ্যগুলো তিনি চুরিও করেননি। তাঁর কাছে তথ্যগুলো কেউ পৌঁছে দিয়েছিল। তিনি কেবল তা সামনে এনেছেন। এবং প্রতিটি বিষয়ই জনগণের জন্য গুরুত্বপূর্ণ। ফলে তিনি কোনো অন্যায় করেননি। উইকিলিকসের নথি সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ওই নথিতে অনেক জরুরি তথ্য আছে, যা মানুষের জানা উচিত।

সর্বশেষ খবর