শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আদিবাসীদের ইতিহাস প্রতিফলিত করতে জাতীয় সংগীতে পরিবর্তন

আদিবাসীদের ইতিহাস প্রতিফলিত করতে জাতীয় সংগীতে পরিবর্তন

নতুন বছরে বদলে গেল অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত। দেশটির সরকার বলছে, দেশটির আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাসকে প্রতিফলিত করতে এই পরিবর্তন আনা হলো। এর আগে জাতীয় সংগীতে দেশটির জনগোষ্ঠীকে ‘তরুণ ও স্বাধীন’ বলা হতো। সেটিকে পরিবর্তন করে এখন থেকে ‘আমরা সবাই এক এবং স্বাধীন’ যুক্ত করা হয়েছে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। দেশটির নাগরিকরা এ বছর থেকে ভিন্ন সংস্করণে জাতীয় সংগীত গাইবেন। জাতীয় সংগীতে এখন থেকে ‘ইয়ং অ্যান্ড ফ্রি’ উল্লেখ করা হবে না। দেশটির দীর্ঘ নৃগোষ্ঠীগত ইতিহাস তুলে ধরতে এটা করা হয়েছে। জাতীয় সংগীতের এমন পরিবর্তন সবাইকে অবাক করলেও তা সাধুবাদ পাচ্ছে। এতে দেশের মধ্যে ঐক্যের চেতনা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্কট মরিসন। তিনি বলেন, আমাদের এই ভূমিতে আদিকাল থেকে এই মানুষেরা বাস করে আসছেন। আমাদের ইতিহাসে ৩০০ জাতিসত্তা ও ভাষাভাষীর মানুষ রয়েছে। আমাদের জাতীয় সঘতে তার প্রতিফলন হওয়া জরুরি। আমাদের নতুন এই পদক্ষেপের মাধ্যমে সেটি বাস্তবায়ন হলো। অস্ট্রেলিয়ায় আজ থেকে ৫০ হাজার বছর পূর্বেই মানুষের আগমন হয়েছে। তবে সেখানে প্রথম ব্রিটেন থেকে মানুষ  যায় ১৭৮৮ সালে। এ  উপলক্ষে প্রতি বছরের ২৬ জানুয়ারি ছুটি পালন করে দেশটি। ব্রিটিশরা প্রথমে অস্ট্রেলিয়ায় সেনা পাঠায়। এ কারণে দেশটির আদিবাসীরা এদিনকে আগ্রাসনের দিন হিসেবেই আখ্যায়িত করেন। সম্প্রতি বিশ্বজুড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন শুরু হলে অস্ট্রেলিয়াতেও এই ইস্যুটি আলোচনায় আসে।

সর্বশেষ খবর