শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এখনো পরাজয় স্বীকার করেন না ট্রাম্প

আর কয়েক দিন পরই প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা শেষ হওয়ার কথা। তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে এ ক্ষমতা হস্তান্তর করার কথা। কিন্তু গত পরশু ফ্লোরিডা থেকে ওয়াসিংটনে ফিরে টুইটারে এক বার্তা প্রকাশ করেন। তাতে তিনি বলেন, তিনি নির্বাচনে জয়ী। আর চলতি মেয়াদে তার প্রশাসনের বহু সাফল্য দাবি করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, করোনা সংকটের ব্যবস্থাপনা এবং অর্থনীতির পুনরুদ্ধার। ১৯ অক্টোবর তিনি করোনা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, তবে করোনা সংকটের ভয়াবহতাকে সব সময়েই উড়িয়ে দিয়েছেন এবং প্রতিদিন হোয়াইট হাউস থেকে করোনা পরিস্থিতির যে ব্যাখ্যা দিতেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাকে অগোছালো এবং বিজ্ঞান বিবর্জিত বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় দাবি করেন যুক্তরাষ্ট্র, রেকর্ড সময়ে ভ্যাকসিন উৎপাদন করেছে এবং তিনি নিশ্চিতভাবে বছরের শেষে তা সহজলভ্য হবে।

সর্বশেষ খবর