শিরোনাম
শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি

যুদ্ধের অজুহাত তৈরি করতে চাচ্ছেন ট্রাম্প

যুদ্ধের অজুহাত তৈরির চেষ্টা করছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে টানাপোড়েন তৈরি হয়েছে সে বিষয় উত্থাপন করে এ অভিযোগই করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মহম্মদ জাভেদ জারিফ। আগামীকাল ইরানের প্রাক্তন প্রভাবশালী সেনা কর্মকর্তা কাশেম সোলাইমানির মৃত্যুর এক বছর পূর্তি। গত বছর বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের গুরুত্বপূর্ণ ওই ব্যক্তিকে হত্যা করে আমেরিকা। এরপর থেকেই দুই দেশের মধ্যে প্রবল টানাপোড়েন শুরু হয়। এর মধ্যেই গত নভেম্বর থেকে যুদ্ধবিমান বহনকারী মার্কিন রণতরী ইউএসএস নিমিটজ আরব দেশগুলোর জলসীমায় ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি দুটি আমেরিকান বি-৫২ বোমারু বিমানও ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ খবর