শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

দিল্লি কাঁপছে ১ ডিগ্রিতে

পূর্বাভাস ছিল। সেই পূর্বাভাস মতো বছরের প্রথম দিনেই প্রায় শূন্যের কাছে পৌঁছে গেল ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, গতকাল দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এই মৌসুমের শীতলতম দিন বলেই জানিয়েছে তারা। এমনকি গত ১৫ বছরে যা সর্বনিম্ন। ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশাও। সকাল থেকেই কুয়াশায় ঢেকে রয়েছে দিল্লির আকাশ। দৃশ্যমানতা কোথাও কোথাও শূন্যতে নেমে গিয়েছে। ফলে যান চলাচলের উপর প্রভাব পড়েছে। গত কয়েক দিন ধরেই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা কমছে। চলছে শৈত্যপ্রবাহ। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, গত ডিসেম্বরেই আটটি শৈত্যপ্রবাহের মুখে পড়তে হয়েছে দিল্লিকে। আঞ্চলিক আবহাওয়া প্রধান কুলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, দিল্লিতে আকাশ পরিষ্কার থাকার কারণে পশ্চিম হিমালয় থেকে বাধাহীনভাবে কনকনে ঠান্ডা বাতাস ঢুকছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর