শনিবার, ২ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

এবার ১০ সেকেন্ডে করোনার ফলাফল

করোনা টেস্টের ফলাফলের সময় এগিয়ে নেওয়া নিয়ে গবেষকদের ব্যস্ততার অন্ত নেই। টিকা আবিষ্কারে যেভাবে সময় দেওয়া হচ্ছে ঠিক তেমনি শরীরে করোনার উপস্থিতি জানতে টেস্টের ফলাফলের সময় কমানোর ক্ষেত্রে প্রায় একই গবেষণা চলছে। এর মধ্যে তুরস্কের বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছে তারা একটি পদ্ধতি আবিষ্কার করতে পেরেছে যার মাধ্যমে মাত্র ১০ সেকেন্টের মধ্যে জানা যাবে কোনো ব্যক্তির শরীরে করোনার উপস্থিতি আছে কী না। তারা বলছে ওই বিশেষ পদ্ধতিটি হলো ডায়াগনোভি।

তুরস্কভিত্তিক গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, উদ্ভাবিত নতুন এ পদ্ধতি গতানুগতিক পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর টেস্টের তুলনায় একেবারে আলাদা।

সর্বশেষ খবর