সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ট্রাম্প জমানার আমেরিকা চীন ‘ঠান্ডা যুদ্ধ’ শেষ!

বাইডেন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের বার্তা

ট্রাম্প জমানার আমেরিকা চীন ‘ঠান্ডা যুদ্ধ’ শেষ!

যদিও ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না, তার পরেও বিদায় ঘণ্টা বেজে গেছে ডোনাল্ড ট্রাম্পের। আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশ করবেন নতুন  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই অবস্থায় আমেরিকার সঙ্গে তাদের তলানিতে পৌঁছে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারের আশায় বেইজিং। ‘জিনহুয়া নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়ান ইর কথায় ফুটে উঠল তেমনি সুর। শনিবার বাইডেন প্রশাসনের প্রতি আশা ব্যক্ত করার পাশাপাশি ট্রাম্পের প্রতি ক্ষোভও জানাতে দেখা গেল তাঁকে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের সময়ে বেইজিংয়ের বিরুদ্ধে ‘ঠান্ডা যুদ্ধ’ শুরু করা হয়েছে বলে সমালোচনা করলেন ওয়াং ই। তাঁর কথায়, ‘চীনকে অবদমনের চেষ্টায় নতুন ‘ঠান্ডা যুদ্ধ’ শুরু করেছে আমেরিকা। এ কথা প্রমাণিত যে, এর ফলে কেবল দুই দেশের মানুষেরই স্বার্থ বিঘিœত হয়নি। পাশাপাশি গোটা বিশ্বকেই তার ফল ভুগতে হয়েছে।’

আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতির ব্যাপারে আশা প্রকাশ করার পাশাপাশি চীনের উন্নতিতে যুক্তরাষ্ট্রের ‘হিংসা’ হচ্ছে, এমন ইঙ্গিতও উঠে আসে তাঁর কথায়। তিনি বলেন, ‘আমরা জানি, যুক্তরাষ্ট্রের অনেকেই চীনের দ্রুত উন্নতিতে অস্বস্তি বোধ করেন। কিন্তু শীর্ষে থাকতে হলে অন্যদের  উন্নয়নের পথ না আটকে ক্রমাগত আত্মোন্নতির চেষ্টা করাই ভালো।’ তবে তাঁরা যে এবার নতুন করে সম্পর্কটা  শুরু করতে চাইছেন তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। মার্কিন-চীন সম্পর্ক যে এক নতুন  পথের বাঁকে এসে দাঁড়িয়েছে তা পরিষ্কার করে ওয়াং ই বলেন, ‘আশার নতুন জানালা খুলতে চলেছে।’

প্রসঙ্গত, বাণিজ্য থেকে তিব্বত ও তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক হতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে। পাশাপাশি করোনাভাইরাসকে ‘চীনা ভাইরাস’ বলে কটাক্ষ করে অতিমারীর জন্য বেইজিংকে দায়ী করেও একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কড়া সমালোচনাও করেছেন। এবার সেই অধ্যায়কে পেরিয়ে নতুন পর্বের আশায় চীন।

সর্বশেষ খবর