সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছে চার ধরনের ভাইরাস : হু

বিশ্বজুড়ে ঘুরে বেড়াচ্ছে চার ধরনের ভাইরাস : হু

চার ধরনের করোনাভাইরাস ঘুরে বেড়াচ্ছে বিশ্বজুড়ে। ২০১৯ সালে চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকবার চরিত্র বদলেছে সার্স-কোভ-২। বিভিন্ন দেশে নানা উপসর্গের হদিস মিলেছে, যা থেকেই স্পষ্ট, করোনাভাইরাসের মিউটেশন ঘটেছে বেশ কয়েকবার। এখন চার ধরনের করোনাভাইরাস ঘুরে বেড়াচ্ছে বিশ্বজুড়ে। গতকাল এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু বলছে, উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ওই প্রজাতির চরিত্রে প্রথম বদল ঘটে জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুতে। সেই সময়ে ভাইরাসের যে স্ট্রেন সংক্রমণ ছড়িয়েছিল, তার নাম ডি৬১৪জি। জুনের মধ্যে এই প্রজাতির করোনাভাইরাসই বিশ্বে ছড়িয়ে পড়েছিল। হু জানাচ্ছে, প্রথম প্রজাতির তুলনায় দ্বিতীয় স্ট্রেন অনেক দ্রুত সংক্রমণ ছড়াতে পারলেও মারণ ক্ষমতা কম। যার ফলে করোনা চিকিৎসায় বিশেষ প্রভাব পড়েনি।

সর্বশেষ খবর