সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে বেড়া তোলা নিয়ে তীব্র মন কষাকষি

প্রতিদিন ডেস্ক

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে রয়েছে দীর্ঘ ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত। আঞ্চলিক অস্থিতি, হানাহানি ও সংঘাতের জন্য সীমান্তটি মানুষের দৃষ্টি কাড়ে। এখন পাকিস্তান তার ভাষায় ‘আফগানিস্তান থেকে আসা সন্ত্রাসীদের উৎপাত বন্ধ’ করার লক্ষ্যে এই সীমান্তে কাঁটাতারের বেড়া তুলে চলেছে। আফগানিস্তান বলেছে- আমাদের জায়গায় বেড়া তোলা হচ্ছে। এটা আমরা বরদাস্ত করব না। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে তীব্র মন কষাকষি। সীমান্তটি স্থাপন করেছে ব্রিটিশ শাসকরা। তারা ১৮৯৩ সালে ‘ডুরাল্ড লাইন’ বলে ওই সীমান্তরেখা চিহ্নিত করেছিল। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হয় এবং ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনেরও অবসান ঘটে। তখন আফগানিস্তান বলে, ব্রিটিশ নির্দেশিত সীমান্তের কোনো বৈধতা আর নেই। কিন্তু পাকিস্তান ওই সীমান্ত ব্যবস্থা মেনে চলে। এরই মধ্যে পার হয়ে গেছে ৭৩টি বছর। ঘটে গেছে বিচিত্র সব ঘটনা। ‘সন্ত্রাস দমনের লড়াই’ নাম দিয়ে যুক্তরাষ্ট্র যে কাজ শুরু করেছিল তদানীন্তন সোভিয়েত দখলকৃত আফগানিস্তানে, কালক্রমে তা ছুঁয়ে ফেলেছিল পাকিস্তানকে। পত্রপত্রিকার খবর- তালেবান গেরিলাদের ‘বন্ধুসেনা’ গণ্য করে পেশোয়ারের বিভিন্ন ঘাঁটিতে ট্রেনিং দিয়েছে পাকিস্তান। সেই তালেবানদেরই কয়েকটি গ্রুপ কালক্রমে পাকিস্তানের সেনা শাসকদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে শুরু করে। সংকট দিন দিন বাড়তেই থাকল। তালেবান সরকারের পতন সত্ত্বেও সুস্থিতি এলো না।

পর্বত সংকুল সীমান্তে ৪০০ মিটার উচ্চতর বেড়া তোলার জন্য ৫০ কোটি মার্কিন ডলারের মেগা প্রকল্প হাতে নেয় পাকিস্তান। আফগানিস্তানের প্রবল আপত্তি সত্ত্বেও প্রকল্পের ৮৪ শতাংশ কাজ সম্পন্ন হয়। সীমান্তের লাগোয়া দুই পাশের জমিতে বসবাসকারীরা এতে বিপন্নবোধ করছেন। কারণ খোলা সীমান্ত দিয়েই তারা অবাধে দুই দেশের মধ্যে বাণিজ্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন।

সর্বশেষ খবর