সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

৩০ দেশে নতুন রূপে করোনা, চীনে ফের আক্রান্ত ২৪ জন

যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে এটি বিশ্বের ৩০টির বেশি দেশে শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এদিকে প্রথম করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর যে চীন তা নির্মূল করেছিল, সেই চীনে আবার সংক্রমণ ধরা পড়েছে। গত শনিবার সেখানে আরও ২৪ জন করোনায় সংক্রমিত হন। রয়টার্স, দ্য ওয়াশিংটন পোস্ট। চীনে শুক্রবারেও ২২ জন সংক্রমিত হন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশ থেকে আসা ১৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। স্থানীয় পর্যায়ে আটজন সংক্রমিত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন উত্তর-পূর্বাঞ্চলের হলিয়ংজিয়াং প্রদেশের। দুজন লিয়াওনিং প্রদেশের। একজন চীনের রাজধানী  বেইজিংয়ের। আরেকজন হুবেইয়ের। চীনের সরকার  করোনায় সংক্রমিত সন্দেহভাজন আরও আটজনের কথা জানিয়েছে। তবে তাঁরা আসলেই করোনায় সংক্রমিত কিনা, তা জানায়নি। চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে ৮৭  হাজার ১১৭ জন সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের। ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার প্রাদুর্ভাব হয়। এরপর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

সর্বশেষ খবর