সোমবার, ৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কাজাখস্তানে মৃত্যুদন্ড বন্ধ

কাজাখস্তানে মৃত্যুদন্ড চিরদিনের জন্য বাতিল করা হয়েছে। দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে। দেশটিতে এর আগে প্রায় দুই দশক ধরে মৃত্যুদন্ড বন্ধ ছিল এবং এখন এই ব্যবস্থা স্থায়ী রূপ পেল। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তিপত্রের দ্বিতীয় ঐচ্ছিক প্রটোকলের বিষয়ে সংসদের অনুসমর্থনে স্বাক্ষর দিয়েছেন। ফলে চিরতরে দেশটিতে মৃত্যুদন্ডের বিধান বাতিল হয়ে গেছে। কাজাখস্তানে ২০০৩ সাল থেকেই মৃত্যুদন্ড স্থগিত ছিল, তবে আদালত সন্ত্রাসের মতো অপরাধগুলোর জন্য ব্যতিক্রমী পরিস্থিতিতে  অপরাধীদের মৃত্যুদন্ডের আদেশ দিয়ে আসছিল। একজন  বন্দুকধারী রুসলান কুলেকবায়েভ যিনি ২০১৬ সালে  আটজন পুলিশ এবং দুজন অসামরিক লোককে হত্যা করেছিল, তার বিচার চলছে। ইতিমধ্যে দেশটির নিম্ন আদালত তাকে মৃত্যুদন্ড দেয়। সেই রায়ের ওপর তিনি আপিল করেছেন। কিন্তু এখন মৃত্যুদন্ড বাতিল হয়ে যাওয়ায়, তিনি যাবজ্জীবন কারাদন্ড ভোগ করবেন।

সর্বশেষ খবর