মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে না পাঠানোর রায় ব্রিটিশ আদালতের

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে না পাঠানোর রায় ব্রিটিশ আদালতের

জুলিয়ান অ্যাসাঞ্জ ও বান্ধবী স্টেলা মরিস (বামে)

লাখ লাখ গোপন নথি ফাঁস করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে না। তার মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে এমনটা কারণ দেখিয়ে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার আবেদন নাকচ করে দিয়েছেন লন্ডনের একটি আদালতের বিচারক ভ্যানেসা ব্যারাইটসার। বিবিসি জানিয়েছে, জুলিয়ান অ্যাসাঞ্জের বয়স এখন ৪৯ বছর। ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে তিনি হাজার হাজার গোপন সরকারি ডকুমেন্ট ফাঁস করে দেন। যাতে যুক্তরাষ্ট্রের ভয়ংকর চেহারা বেরিয়ে আসে। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি, এর মাধ্যমে তিনি আইন ভঙ্গ করেছেন এবং জনজীবন ঝুঁকিতে ফেলেছেন। এ জন্য তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার দাবি করা হয়েছে। কিন্তু এ দাবির বিরুদ্ধে লড়াই করছেন অ্যাসাঞ্জ। তিনি বলেছেন, তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে ব্রিটিশ আদালতের গতকালের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, অ্যাসাঞ্জকে দেশে নিয়ে বিচার করতে বেশ তৎপরতা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। গতকাল যুক্তরাজ্যে ডিস্ট্রিক্ট জজ ভ্যানেসা ব্যারাইটসার বলেন, ‘অ্যাসাঞ্জকে যদি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়, তবে তিনি আত্মহত্যা করতে পারেন। তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তিনি অত্যাচারিত হবেন।’ ব্রিটিশ আদালত যখন এ সিদ্ধান্তের কথা জানায়, তখন অ্যাসাঞ্জ তাঁর কপাল মুছছিলেন। তাঁর বাগদত্তা স্টেলা মরিস কেঁদে ফেলেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওল্ড বেইলি কোর্টে অ্যাসাঞ্জের মামলার শুনানি হয়। প্রায় এক দশকের বেশি সময় ধরে অ্যাসাঞ্জের বিচার চলছে। তিনি ও তাঁর আইনজীবীরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অবশেষে আজ তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার বিষয়ে আদালতের সিদ্ধান্ত এলো।

সর্বশেষ খবর