শিরোনাম
বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

কৃষক বিক্ষোভ পরিস্থিতির উন্নতি হয়নি

ভারতের সুপ্রিম কোর্ট

নতুন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে অব্যাহত কৃষক বিক্ষোভে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কৃষক বিক্ষোভ ইস্যুতে পরিস্থিতির কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্ট।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের আদালত বলেছে, পরিস্থিতির কোনো ধরনের অগ্রগতিই হয়নি। প্রধান বিচারপতি এস এ বোবদে বলেছেন, আদালতের উদ্দেশ্য ছিল সরকার ও কৃষকদের মধ্যে আলোচনা উৎসাহিত করা। কৃষক ও সরকারি প্রতিনিধিদের মধ্যে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হলেও তাতে সংকট নিরসন হয়নি। আইন বাতিলের দাবিতে কৃষকরা অনড় থাকলেও সরকার চাইছে কৃষি আইনের সংস্কার। সম্প্রতি কৃষিমন্ত্রীর সঙ্গে সপ্তম দফা বৈঠকের পর কৃষান মজদুর সংহতি কমিটির নেতা সারওয়ান সিং পান্ধের সাংবাদিকদের জানিয়েছেন, কৃষিমন্ত্রী বৈঠকে বলেছেন আইন বাতিল হবে না। তিনি আমাদের সুপ্রিম কোর্টে যেতে বলেছেন। কৃষি আইন চ্যালেঞ্জ করা এক পিটিশনের শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন, আদালত চেয়েছে কৃষক ও সরকারের মধ্যে আলোচনা হোক। তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আমরা পরিস্থিতি বুঝতে পারছি আর আলোচনা উৎসাহিত করছি।

সর্বশেষ খবর